প্রিন্ট এর তারিখঃ Oct 29, 2025 ইং || প্রকাশের তারিখঃ May 25, 2025 ইং
এরদোগানের সঙ্গে সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্টের বৈঠক

বাংলার প্রতিচ্ছবি : তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সঙ্গে বৈঠক করেছেন। শনিবার (২৪ মে) ইস্তাম্বুলে তারা বৈঠক করেন। খবর আলজাজিরার।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সিরিয়ার ওপর থেকে কার্যকরভাবে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার নির্দেশ জারির পর আল-শারা ও এরদোগানের এই বৈঠক অনুষ্ঠিত হলো।
তুর্কি টেলিভিশনে প্রচারিত ভিডিও ফুটেজে দেখা গেছে, তুরস্কের বৃহত্তম শহর বসফরাস প্রণালীর তীরে অবস্থিত ডলমাবাহচে প্রাসাদে গাড়ি থেকে বের হওয়ার সময় এরদোগান শারা'র সাথে করমর্দন করছেন।
আনাদোলু সংবাদ সংস্থা জানিয়েছে, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা আলোচনায় অংশ নিয়েছেন। পাশাপাশি তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী এবং তুর্কি এমআইটি গোয়েন্দা সংস্থার প্রধানও বৈঠকে উপস্থিত ছিলেন।
সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে, দামেস্কের প্রতিনিধিদলের মধ্যে প্রতিরক্ষামন্ত্রী মুরহাফ আবু কাসরাও ছিলেন।
এর আগে তুরস্কের একটি নিরাপত্তা সূত্র রয়টার্সকে জানিয়েছিল, এমআইটি প্রধান ইব্রাহিম কালিন এবং শারা এই সপ্তাহে সিরিয়ায় সিরিয়ার কুর্দিশ ওয়াইপিজি গোষ্ঠীর অস্ত্র ত্যাগ এবং সিরিয়ার নিরাপত্তা বাহিনীতে একীভূত হওয়ার বিষয়ে আলোচনা করেছেন।
বৈঠকের বিষয়ে এরদোগানের কার্যালয় জানিয়েছে, তুর্কি প্রেসিডেন্ট আল-শারাকে বলেছেন, তার দেশ নিষেধাজ্ঞা প্রত্যাহারকে স্বাগত জানায়। তিনি আরও বলেন, সিরিয়ার ভূখণ্ডে ইসরাইলের দখলদারিত্ব এবং আগ্রাসন অগ্রহণযোগ্য। তুরস্কে প্রতিটি প্ল্যাটফর্মে এর বিরোধিতা অব্যাহত রাখবে।
রাষ্ট্রীয় গণমাধ্যমের মাধ্যমে প্রকাশিত একটি সংক্ষিপ্ত বিবৃতিতে প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, নেতারা ‘বেশ কয়েকটি পারস্পরিক ফাইল’ নিয়ে আলোচনা করেছেন।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৭০১,রোড নং-১১, বাইতুল আমান হাউজিং,আদাবর, ঢাকা-১২০৭
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৮২২-৯৯০৮৮৮, ০১৬৩৩-৬০৭২৫৫
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি