প্রিন্ট এর তারিখঃ Oct 28, 2025 ইং || প্রকাশের তারিখঃ May 24, 2025 ইং
চিতলমারীতে মিথ্যা ও অপপ্রচারের বিরুদ্ধে প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন

প্রিন্স মন্ডল অলিফ (বাগেরহাট প্রতিনিধি) : বাগেরহাটের চিতলমারীতে মিথ্যা ও অপপ্রচারের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করেছেন চিতলমারী উপজেলার সম্মেলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নির্মল কুমার সিকদার । শনিবার (২৪ মে ২০২৫) বিকাল ৫টায় চিতলমারী প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে এ সাংবাদিক সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন।
তিনি জানান ১৯৯৫ সাল থেকে সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক হিসেবে শুনামের সাথে দায়িত্ব পালন করে আসছি। শিক্ষকতাই আমারমূল পেশা। শিক্ষকতা ও শিক্ষাঙ্গনের বাইরে আমি কোন রাজনৈতিক দলের সাথে জড়িত ছিলাম না। তবে প্রতিষ্ঠানের স্বার্থে প্রতিষ্ঠানের প্রধান হিসেবে বিদ্যালয়ের উন্নতি এবং শিক্ষার্থীদের সুযোগ সুবিধা আদায়ের জন্য বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি বা সংগঠনের সাথে চলাফেরা করতে হয়েছে। তবে মনে প্রাণে আমি কখনো কোন দলের সাথে জড়িত ছিলাম না। এখনো নাই এবং ভবিষ্যতে থাকবো না। আমি শিক্ষকতা পেশা নিয়ে থাকতে চাই। সম্প্রতি কিছু দুষ্কৃতকারী আমার বিরুদ্ধে মিথ্যা ও অপপ্রচার চালাচ্ছে। তাদের ভাষ্য, আওয়ামী লীগ ও তাঁতী লীগে নাকি আমার নাম রয়েছে। প্রতিহিংসা মুলকভাবে কেউ আমার বিরুদ্ধে এই মিথ্যা, বানোয়াট, ভুয়া অপপ্রচার চালাচ্ছে আমি মনে করি। আমি এই মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
সংবাদিক সম্মেলনে তার সাথে ছিলেন, মোঃ জিন্নাত আলী শেখ চিতলমারী সদর ইউনিয়নের ওর্য়াড বিএনপির সাধারণ সম্পাদক, সাইদুর রহমান সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি সহ অনেকে।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৭০১,রোড নং-১১, বাইতুল আমান হাউজিং,আদাবর, ঢাকা-১২০৭
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৮২২-৯৯০৮৮৮, ০১৬৩৩-৬০৭২৫৫
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি