প্রিন্ট এর তারিখঃ Oct 26, 2025 ইং || প্রকাশের তারিখঃ May 21, 2025 ইং
বাগেরহাটের চিতলমারীতে ৭৫ জন পাট চাষীদের প্রশিক্ষণ প্রদান

প্রিন্স মন্ডল অলিফ (বাগেরহাট প্রতিনিধি) : বাগেরহাটের চিতলমারী উপজেলার উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ (১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায় ৭৫ জন পাট চাষীদের প্রশিক্ষণ দেয়া হয়েছে।
মঙ্গলবার (২০মে২০২৫) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে, উপজেলা নির্বাহী অফিসার তাপস পাল এর সভাপাতিত্বে এ সময় প্রশিক্ষণ প্রদান করেন , ড.মনিরুজ্জামান, অতিরিক্ত উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, বাগেরহাট, মোঃ সিফাত আল মারুফ, উপজেলা কৃষি অফিসার, চিতলমারী, বাসুদেব হালদার, পাট উন্নয়ন কর্মকর্তা খুলনা- বাগেরহাট অঞ্চল, শাপলা খাতুন, মুখ্য পরিদর্শক, পাট পরিদর্শক, খুলনা- মোংলা, মুজিবর রহমান, পরিদর্শক, পাট খুলনা অঞ্চল, সাথী হালদার, উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা, চিতলমারী সহ প্রমুখ।
বাস্তবায়নে ছিলেন, উপজেলা প্রশাসন, চিতলমারী এবং পাট অধিদপ্তর, বস্ত্র ও পাট মন্ত্রণালয় অধিদপ্তর, চিতলমারী। প্রশিক্ষণের পর উপজেলা নির্বাহী অফিসার তাপস পাল প্রশিক্ষণার্থীদের মাঝে বিনামূল্যে অর্থ ও উপকরণ তুলে দেন।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৭০১,রোড নং-১১, বাইতুল আমান হাউজিং,আদাবর, ঢাকা-১২০৭
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৮২২-৯৯০৮৮৮, ০১৬৩৩-৬০৭২৫৫
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি