প্রিন্ট এর তারিখঃ Oct 28, 2025 ইং || প্রকাশের তারিখঃ May 14, 2025 ইং
বাগেরহাটের চিতলমারীতে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা

প্রিন্স মন্ডল অলিফ (বাগেরহাট প্রতিনিধি) : বাগেরহাটের চিতলমারীর ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ শেরে বাংলা ডিগ্রি কলেজের শিক্ষার মানোন্নয়ন ও আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় শিক্ষার্থীদের শতভাগ পাস করণের লক্ষ্যে মতবিনিময় ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১ টায় কলেজ মিলনায়তনে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) কাজী মিজানুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রুনা গাজী। সম্মানীত অতিথি ছিলেন চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম শাহাদাৎ হোসেন।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গভর্নিং বডির দাতা সদস্য বিশিষ্ট ব্যবসায়ী রবিউল আলম, বিদ্যোৎসাহী সদস্য অধ্যক্ষ মোঃ মশিউর রহমান খান, মোঃ মনিরুজ্জামান, এ্যাডভোকেট বলাই চাঁদ বিশ্বাস, শেখ অনিক প্রমুখ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গভর্নিংবডির অভিভাবক সদস্য ফয়জুল হক কাজী, আবুল বাসার তালুকদার, মোঃ আক্কেল আলী, শিক্ষক প্রতিনিধি আক্কাচ আলী, আমানত আলী ফকির, সুমা রায়। সমাবেশে বক্তারা কলেজের সার্বিক শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন বিষয়ে আলোচনা করেণ। এ সময় কলেজের সকল শিক্ষক, শিক্ষার্থী অভিভাবক ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৭০১,রোড নং-১১, বাইতুল আমান হাউজিং,আদাবর, ঢাকা-১২০৭
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৮২২-৯৯০৮৮৮, ০১৬৩৩-৬০৭২৫৫
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি