 
    
     প্রিন্ট এর তারিখঃ Oct 27, 2025 ইং || প্রকাশের তারিখঃ Apr 24, 2025 ইং
টাঙ্গাইলে নিয়ন্ত্রণ হারিয়ে ঘরের ওপর পড়লো ট্রাক, প্রাণ গেলো ঘুমন্ত নারীর
  
    
    
    
বাংলার প্রতিচ্ছবি : টাঙ্গাইলের ভূঞাপুরে পাথরবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরে ওপর উল্টে পড়ে। এতে ঘুমন্ত অবস্থায় রমেচা বেগম (৫৫) নামের এক নারী নিহত হয়েছেন। 
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে ভূঞাপুর-তারাকান্দি আঞ্চলিক মহাসড়কের উপজেলার টেপিবাড়ী মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রমেচা বেগম উপজেলার টেপিবাড়ী এলাকার আব্দুল কদ্দুসের স্ত্রী।
স্থানীয়রা জানান, ফজর নামাজ আদায় করে রমেচা বেগম ঘুমিয়ে পড়েছিলেন। এ সময় তার স্বামী কদ্দুস নামাজ পড়তে পাশের মসজিদে চলে যান। এর মধ্যেই হঠাৎ জামালপুরগামী পাথরবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে রমেচার ঘরের ওপর পড়ে। এ সময় তার মৃত্যু হয়। পরে ট্রাক চালককে আটকে করে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়া দেন স্থানীয়রা।
ভূঞাপুর থানার এসআই অনন্ত দাস বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে পাথরবোঝাই ট্রাক উল্টে ঘরে ওপর উঠে যায়। এ ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে। চালককে আটক করা হয়েছে।
 
    
    প্রকাশক : ফারুক শিকদার 
    সম্পাদক : হিল্লোল বাউলিয়া 
        অফিস : যোগাযোগ: ৭০১,রোড নং-১১, বাইতুল আমান হাউজিং,আদাবর, ঢাকা-১২০৭ 
    ইমেইল : banglarproticchobi@gmail.com 
    মোবাইল : ০১৮২২-৯৯০৮৮৮, ০১৬৩৩-৬০৭২৫৫ 
    © সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি