প্রিন্ট এর তারিখঃ Oct 28, 2025 ইং || প্রকাশের তারিখঃ Apr 17, 2025 ইং
সাতক্ষীরায় কোটি টাকা মূল্যের ভারতীয় পন্য জব্দ, জড়িত থাকতে পারে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা: পুলিশ সুপার

মেহেদী হাসান মারুফ : সাতক্ষীরায় কোটি টাকা মূল্যের ভারতীয় চোরাই মালামাল জব্দ করেছে গোয়েন্দা পুলিশ। আর এই ঘটনায় "গুরুত্বপূর্ণ ব্যক্তি" জড়িত থাকতে পারে বলে বৃহস্পতিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে জানিয়েছেন পুলিশ সুপার মো: মনিরুল ইসলাম।
বৃহস্পতিবার(১৬ এপ্রিল) কলারোয়া থানার বেলতলা নামক স্থানে ট্রাকসহ এসব মালামাল জব্দ করে জেলা গোয়েদা পুলিশ (ডিবি) এসময় ট্রাকের চালক কৌশলে পালিয়ে গেলেও ধরা পড়েছে হেলপার মো: মফিজুল ইসলাম ডাবলু(৩৫)। সে সদর উপজেলার মধুমোল্লারডাঙী এলাকার আব্দুর রহিমের ছেলে।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আরও জানান, ভারত থেকে শুল্ক ফাকি দিয়ে চোরাই পথে নিয়ে আসা বিপুল পন্য ট্রাকে করে ঢাকায় যাচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশ (ডিবি) ইন্সপেক্টর নিজামুদ্দিন মোল্লা নেতৃত্বে অভিযান চালায়। এসময় ভোমরা বন্দর থেকে মেসার্স রিহা ট্রান্সপোর্ট এজেন্সী নামক কোম্পানির একটি ট্রাককে অনুসরণ করে কলারোয়ার বেলতলা নামক স্থানে ট্রাকটির গতিরোধ করা হয়। পরে ওই ট্রাকটি তল্লাশি করে ১১১৫ টি ভারতীয় শাড়ি, ৬০০ থান জর্জেট কাপড়, ৪৫১ বস্তা ক্লে পাওডার, ৭১ বস্তা রাসায়নিক দ্রব্য পাওয়া যায়। এর বর্তমান মূল্য ১ কোটি ২০ লাখ ২০ হাজার ৬০০ টাকা। এ ঘটনায় ডিবির এসআই মিঠুন মজুমদার বাদী হয়ে একটি মামলা করেছেন।
পুলিশ সুপার আরও জানান, এ ব্যাপারে তদন্ত চলছে। যারা এর সাথে জড়িত তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৭০১,রোড নং-১১, বাইতুল আমান হাউজিং,আদাবর, ঢাকা-১২০৭
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৮২২-৯৯০৮৮৮, ০১৬৩৩-৬০৭২৫৫
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি