প্রিন্ট এর তারিখঃ Oct 28, 2025 ইং || প্রকাশের তারিখঃ Mar 22, 2025 ইং
সুন্দরবনে শিকারী চক্রের ফাঁদ থেকে জীবিত হরিণ উদ্ধার

শেখ নাজমুল হাসান (শ্যামনগর প্রতিনিধি) : পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বনরক্ষীরা শিকারী চক্রের পাতা ফাঁদে আটকে পড়া একটি হরিণ জীবিত অবস্থায় উদ্ধার করেছে। শনিবার (২২শে মার্চ) সাড়ে ১১ টার সময় কাটেশ্বর টহল ফাড়ীর আওয়াতাধীন ক্যানমারী খালের পাশে থেকে ফাঁদে আটকা পড়া হরিণটি উদ্ধার করা হয়।
বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, কাটেশ্বর টহল ফাড়ীর ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে ফরেস্ট গার্ড, ষ্টাফগন ও সিপিজি সদস্যদে নিয়মিত টহল অভিযানে ক্যানমারী খাল এলাকায় শিকারীদের ফাঁদে আটকে থাকা ১টি হরিণ উদ্ধার করে, পরবর্তীতে আবার সুন্দরবনে অবমুক্ত করা হয়।
তিনি আরও বলেন, শিকারীরা বনবিভাগের উপস্থিত টের পেয়ে সুন্দরবনের গহীনে পালিয়ে যায়। এসময় ঘটনাস্থল থেকে হরিণ শিকারীদের একটি নৌকা জব্দ করা হয়েছে।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৭০১,রোড নং-১১, বাইতুল আমান হাউজিং,আদাবর, ঢাকা-১২০৭
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৮২২-৯৯০৮৮৮, ০১৬৩৩-৬০৭২৫৫
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি