প্রিন্ট এর তারিখঃ Oct 28, 2025 ইং || প্রকাশের তারিখঃ Mar 5, 2025 ইং
বিসিবির ১৮তম সভা আজ, জানা যাবে কোচ ফিল সিমন্সের ভাগ্য

বাংলার প্রতিচ্ছবি : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১৮তম সভা আজ দুপুরে মিরপুরে বোর্ডের কার্যালয়ে অনুষ্ঠিত হবে। এই সভায় জাতীয় দলের প্রধান কোচ ফিল সিমন্স ও সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের চুক্তির মেয়াদ বাড়ানো নিয়ে আলোচনা হবে।
চ্যাম্পিয়ন্স ট্রফির পর তাদের চুক্তি শেষ হয়েছে। একই সঙ্গে ক্রিকেটারদের চুক্তি নিয়েও সিদ্ধান্ত হবে। সভা শুরু হবে বেলা দেড়টায়।
নির্বাচক দলের সদস্য হান্নান সরকারের পদত্যাগ পত্র গ্রহণ করা হবে কি না এ বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হবে। ঘরোয়া ক্রিকেটে পুরো বছরের ফিকশ্চার নিশ্চিত করা নিয়েও আলোচনা হবে।
এছাড়া কিছু আর্থিক ব্যাপার রয়েছে। আলোচনা হবে অন্তর্বর্তীকালীন বিসিবির নির্বাচন নিয়েও। অধিকাংশ পরিচালক না থাকায় ১০ জনের মধ্যেই বিসিবির সব দায়িত্ব বণ্টন করা হয়েছে।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৭০১,রোড নং-১১, বাইতুল আমান হাউজিং,আদাবর, ঢাকা-১২০৭
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৮২২-৯৯০৮৮৮, ০১৬৩৩-৬০৭২৫৫
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি