প্রিন্ট এর তারিখঃ Oct 26, 2025 ইং || প্রকাশের তারিখঃ Mar 3, 2025 ইং
আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে মাতৃভাষা দিবস উদযাপিত

বাংলার প্রতিচ্ছবি : গভীর শ্রদ্ধা ও দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যদিয়ে ভারতের ত্রিপুরায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করছে আগরতলায় অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশন। শুক্রবার দুই পর্বে অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।
দিবসের প্রথম প্রহরে ত্রিপুরায় নিযুক্ত সহকারী হাইকমিশন কার্যালয়ে জাতীয় সঙ্গীতের সঙ্গে বাংলাদেশের জাতীয় পতাকা অর্ধনমিতকরণের মধ্য দিয়ে প্রথম পর্বের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে দূতাবাস চত্ত্বরে স্থাপিত অস্থায়ী শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার দেওয়া বাণী পাঠ করা হয়। ভাষা শহিদদের বিদেহী আত্মার মাগফেরাত এবং বাংলাদেশের উত্তরোত্তর উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
দ্বিতীয় পর্বে, বিকালে ভাষা আন্দোলনের সকল আত্মত্যাগকারী শহিদদের স্মরণ ও দিবসের তাৎপর্য নিয়ে সহকারী হাইকমিশনের হলরুমে আলোচনা সভা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। আলোচনায় স্বাগত বক্তব্য রাখেন মিশনের দ্বিতীয় সচিব ও দূতালয় প্রধান এস এম আলমাস হোসেন।
সভায় সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ ছাড়াও বক্তব্য রাখেন ত্রিপুরা রাজ্যের বাংলাদেশ মুক্তিযুদ্ধে মৈত্রী সম্মাননা প্রাপ্ত অধ্যাপক মিহির দেব, আগরতলা সরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপ সাহা, শিক্ষাবিদ অধ্যাপক মুজাহিদ রহমান, সাংবাদিক অমিত ভৌমিক, মিশনের কর্মকর্তা মো. ওমর শরীফ, মো. ইলিয়াস হোসেন, চঞ্চল দে প্রমুখ।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৭০১,রোড নং-১১, বাইতুল আমান হাউজিং,আদাবর, ঢাকা-১২০৭
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৮২২-৯৯০৮৮৮, ০১৬৩৩-৬০৭২৫৫
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি