প্রিন্ট এর তারিখঃ Oct 26, 2025 ইং || প্রকাশের তারিখঃ Mar 5, 2025 ইং
সীমান্তে বিএসএফের বেয়নেটের আঘাতে নিহত এক বাংলাদেশি

বাংলার প্রতিচ্ছবি : চাঁপাইনবাবগঞ্জের রঘুনাথপুর সীমান্তে বিএসএফের বেয়নেটের আঘাতে এক বাংলাদেশি তরুণের নিহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার নিহত বারিকুল ইসলাম (৩৫) শিবগঞ্জের দুর্লভপুর ইউনিয়নের নামোজগন্নাথপুর স্কুলঠাম এলাকার সেতাউর রহমানের ছেলে। তার লাশ এখন ভারতে রয়েছে বলে জানা গেছে। বারিকুলের ভাই সুমন আলী মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।
এছাড়া দুর্লভপুর ইউপির ৯নং ওয়ার্ড সদস্য সাইদুর রহমান জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর বারিকুলসহ ৫/৬ জনের একটি দল রঘুনাথপুর ও হাসানপুর সীমান্তের মধ্যবর্তী এলাকা দিয়ে যাচ্ছিল। একপর্যায়ে বিএসএফ তাদের ধাওয়া করলে বাকিরা পালিয়ে আসতে সক্ষম হলেও বিএসএফ তাকে ধরে ফেলে। এরপর বিএসএফের বেয়নেটের আঘাতে বারিকুলের মৃত্যু হয়। বিএসএফ তার লাশ ভারতের অভ্যন্তরে পদ্মার চরে ফেলে চলে যায়। পরে স্থানীয়রা দেখতে পেয়ে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। সেই ছবি দেখে আমরা নিশ্চিত হই নিহত ব্যক্তি বারিকুল।
দুর্লভপুর ইউপি চেয়ারম্যান আজম আলী জানান, বিএসএফের বেয়নেটের আঘাতে বারিকুল মারা গেছে-এমন খবর শোনার পর আমি হাসানপুর ক্যাম্পে যোগাযোগ করেছি। তারা বিষয়টি জানে না বলে আমাকে জানিয়ে রঘুনাথপুর ক্যাম্পে যোগাযোগ করার অনুরোধ করেন।
চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মুনির-উজ-জামান জানান, এ বিষয়ে আমরা কোনো কিছু জানতে পারিনি। খোঁজখবর নিচ্ছি।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৭০১,রোড নং-১১, বাইতুল আমান হাউজিং,আদাবর, ঢাকা-১২০৭
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৮২২-৯৯০৮৮৮, ০১৬৩৩-৬০৭২৫৫
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি