প্রিন্ট এর তারিখঃ Oct 29, 2025 ইং || প্রকাশের তারিখঃ Mar 5, 2025 ইং
রাশিয়ায় একরাতে ২৮ ড্রোন ভূপাতিত, চাপে ইউক্রেন

বাংলার প্রতিচ্ছবি : রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা একরাতে ২৮টি ইউক্রেনীয় মানববিহীন আকাশযান (ড্রোন) ভূপাতিত করেছে। বুধবার রাতে এসব ড্রোন ভূপাতিত করা হয় বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।
দেশটির সংবাদ সংস্থা টিএএসএস-এর প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার সেনাবাহিনী জানিয়েছে, বুধবার দিবাগত রাতে রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ২৮টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে। এর মধ্যে ১৩টি আজভ সাগরের উপরে, ৮টি রোস্তভ অঞ্চলে, ৬টি ক্রাসনোদার অঞ্চলে এবং ১টি আস্ত্রাখান অঞ্চলে ধ্বংস করা হয়।
রাশিয়া-ইউক্রেন চলমান সংঘাতের মধ্যে সাম্প্রতিক সময়ে ড্রোন হামলা ও প্রতিহত করার ঘটনা বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে সর্বশেষ এই ড্রোন হামলা প্রতিহত করার ঘটনা বিশেষভাবে উল্লেখযোগ্য বলে মনে করা হচ্ছে।
সম্প্রতি রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনের সুমি অঞ্চলের একটি বহুতল ভবনে ৬ জন নিহত এবং ৯ জন আহত হয়েছেন। এছাড়া রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনের বিভিন্ন স্থানে বিদ্যুৎ বিভ্রাটের ঘটনাও ঘটেছে।
এই পরিস্থিতিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার সঙ্গে আলোচনায় বসার ইচ্ছা প্রকাশ করেছেন।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৭০১,রোড নং-১১, বাইতুল আমান হাউজিং,আদাবর, ঢাকা-১২০৭
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৮২২-৯৯০৮৮৮, ০১৬৩৩-৬০৭২৫৫
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি