প্রিন্ট এর তারিখঃ Oct 28, 2025 ইং || প্রকাশের তারিখঃ Mar 4, 2025 ইং
রাজধানীতে পৃথক ঘটনায় নারী-শিশুসহ ৪ জনের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

বাংলার প্রতিচ্ছবি : রাজধানীর হাজারীবাগ, চকবাজার ও কামরাঙ্গীরচর থেকে পৃথক ঘটনায় নারী ও শিশুসহ চারজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।
নিহতরা হলেন— চকবাজারের ওয়ার্কশপ শ্রমিক মো. রাকিব (১৯) ও ফটোগ্রাফার সাজ্জাদ আলী নয়ন (২৪), কামরাঙ্গীরচরের শিক্ষার্থী সারিকা হোসেন নাবিলা (১৩) এবং হাজারীবাগের গৃহবধূ রুপা আক্তার (২৬)।
চকবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) জিল্লুর রহমান জানান, নিহত রাকিব কিছুদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। পরিবারের সদস্যরা জানান- তিনি প্রায়ই আনমনা থাকতেন এবং কারো সঙ্গে ঠিকভাবে কথা বলতেন না। সোমবার রাতে নিজ ঘরে ফ্যানের সঙ্গে তাকে ঝুলতে দেখে স্বজনরা পুলিশকে জানায়।পরে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।
অন্যদিকে চকবাজার থানার এসআই মো. কাউছার জানান, হোসনি দালান রোডের ছয়তলা ভবনের একটি কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সাজ্জাদ আলী নয়নের মরদেহ উদ্ধার করা হয়। তিনি নাটক ও সিনেমার ফটোগ্রাফির কাজ করতেন এবং ওই অফিসে ভিডিও এডিটিং করতেন। তবে আত্মহত্যা নাকি হত্যা- তা এখনো নিশ্চিত নয়।
হাজারীবাগ থানার (ওসি) সাইফুল ইসলাম জানান, গৃহবধূ রুপা আক্তার নিজের ঘরে দরজা লক করে ফ্যানের সঙ্গে ঝুলে পড়েন। পরে শাশুড়ি তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে পারিবারিক কলহ থেকে আত্মহত্যার ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
কামরাঙ্গীরচর থানার এসআই ইমরান হোসেন জানান, কামরাঙ্গীরচরের খালপাড় এলাকার একটি বাড়ির দ্বিতীয় তলার কক্ষ থেকে মাদ্রাসাছাত্রী সারিকা হোসেন নাবিলার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
পরিবার সূত্রে জানা যায়, পড়াশোনায় আগ্রহ না থাকায় বাবা তাকে বকাঝকা করতেন। এতে অভিমান করে তিনি গলায় ফাঁস দেন।
সব মরদেহের ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৭০১,রোড নং-১১, বাইতুল আমান হাউজিং,আদাবর, ঢাকা-১২০৭
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৮২২-৯৯০৮৮৮, ০১৬৩৩-৬০৭২৫৫
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি