প্রিন্ট এর তারিখঃ Oct 28, 2025 ইং || প্রকাশের তারিখঃ Mar 4, 2025 ইং
দোহারে রাস্তা বন্ধ করে দেয়াল নির্মাণ, এলাকাবাসীর মানববন্ধন

বাংলার প্রতিচ্ছবি : ঢাকার দোহার উপজেলার সুন্দরীপাড়া এলাকায় রাস্তা আটকে দেয়াল নির্মাণ করায় চলাচল করতে পারছে না দুই শতাধিক পরিবার। এ ঘটনার প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন করে দ্রুত এ রাস্তা খুলে দেওয়ার দাবি জানিয়েছেন।
শুক্রবার বিকাল তিনটায় সুন্দরীপাড়া এলাকার ভুক্তভোগী বাসিন্দারা এর প্রতিবাদে মানববন্ধন করেছেন।
মানববন্ধনে এলাকাবাসীর অভিযোগ, তাদের বাপ-দাদার আমলের রাস্তা বন্ধ করে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন স্থানীয় প্রভাবশালী শাহাবুদ্দিন চিশতী ওরফে হিরু। স্থানীয়দের দাবি দ্রুত এ রাস্তাটি খুলে দিয়ে গ্রামবাসীর যাতায়াত ব্যবস্থার পথ সুগম করা হোক। সুন্দরীপাড়া ও শিলাকোঠার দুই শতাধিক পরিবার প্রতিনিয়ত এ রাস্তা ব্যবহার করে হাট-বাজার, স্কুল কলেজ ও মাদ্রাসায় যায়।
শিলাকোঠা এলাকার বাসিন্দা গৃহবধূ নিলুফা ইয়াসমিন বলেন, কেউ অসুস্থ হয়ে পড়লে কোনো রিকশা দিয়ে চলাচল করতে পারবো না। এমন অমানবিক কাজ কখনো একজন সভ্য মানুষ করতে পারে না। আমি এ ধরনের ঘৃণিত কাজের নিন্দা জানাই। দ্রুত রাস্তাটি খুলে দিতে প্রশাসনসহ সকলের কাছে সহযোগিতা কামনা করেন তিনি।
দেয়াল নির্মাণ করে রাস্তাটি আটকে দেয়ায় শিশু বৃদ্ধ ও রোগীদের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে জানান ওই এলাকার বাসিন্দা মমরেজ মিয়া।
গ্রামবাসীর এ সমস্যায় পাশে দাঁড়িয়েছেন দোহারের মানবিক সংগঠন সেটুগেদার। এ সংগঠনটির নেতা লিয়াকত হোসেন বলেন, গ্রামের মধ্যে এ ধরনের বৈরিতা থেকে সকলকেই বেরিয়ে আসা উচিত। আমরা এর সুষ্ঠু সমাধান চাই।
স্থানীয় মানু মোল্লা বলেন, গ্রামের মানুষের এ রাস্তাই তাদের বাড়ি থেকে বের হওয়ার একমাত্র উপায়। সেটাও আবার শত বছরের পুরোনো সড়ক। দ্রুত রাস্তাটি খুলে দেওয়ার দাবি জানান তিনি।
এ বিষয়ে জমির মালিক শাহাবুদ্দিন চিশতী হিরু বলেন, রাস্তার একটি অংশ রেখেই দেয়াল করা হয়েছে। আমি অর্ধেক রাস্তা দিয়েছি পাশের জমি থেকে বাকিটা নিলেই কোনো সমস্যা থাকবে না।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৭০১,রোড নং-১১, বাইতুল আমান হাউজিং,আদাবর, ঢাকা-১২০৭
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৮২২-৯৯০৮৮৮, ০১৬৩৩-৬০৭২৫৫
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি