প্রিন্ট এর তারিখঃ Oct 26, 2025 ইং || প্রকাশের তারিখঃ Mar 3, 2025 ইং
আবারও ফিরছেন পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফিজয়ী অধিনায়ক

বাংলার প্রতিচ্ছবি : আগামী ১৯ ফেব্রুয়ারি পর্দা উঠছে চ্যাম্পিয়ন্স ট্রফির। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে নিজেদের মাটিতে আসরটিতে অংশ নেবে পাকিস্তান। মেগা এই আসরে শিরোপা ধরে রাখার স্বপ্নে বিভোর পাকিস্তান। এমন টুর্নামেন্টের আগে ক্রিকেটে ফেরার ঘোষণা দিয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফিজয়ী অধিনায়ক সরফরাজ আহমেদ।
৩ বছর আগে পাকিস্তানের জার্সিতে সীমিত ওভারের ক্রিকেট খেলা সরফরাজ ফের এই ফরম্যাটে ফিরতে যাচ্ছেন। ৩৭ বছর বয়সি এই উইকেটকিপার ব্যাটার জানিয়েছেন, আসন্ন বিশ্ব চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডেসের (ডাব্লুসিএল) দ্বিতীয় সংস্করণে পাকিস্তানের হয়ে মাঠে নামবেন তিনিও।
সরফরাজ সামাজিক মাধ্যমে এক পোস্টে তার অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন। যা অফিসিয়াল পাকিস্তান চ্যাম্পিয়নস অ্যাকাউন্টে শেয়ার করা হয়েছে। যার ক্যাপশনে লেখা হয়েছে, ‘ক্যাপ্টেন। নেতা। কিংবদন্তী! সরফরাজ আহমেদ ডাব্লুসিএল সিজন-২ এর জন্য পাকিস্তান চ্যাম্পিয়নদের জন্য তার জয়ের মানসিকতা নিয়ে আসছেন।’
লিজেন্ডস মূলত একটি টি-টোয়েন্টি প্রতিযোগিতা। যেখানে অবসরপ্রাপ্ত এবং চুক্তিবিহীন ক্রিকেট কিংবদন্তিরা অংশ নিয়ে থাকেন। এই টুর্নামেন্টের লক্ষ্য- খেলাটির সেরা কিছু নামকে একত্রিত করা। যা কিনা ক্রিকেটের একটি প্রদর্শনী।
সরফরাজের নেতৃত্বে টানা ১১টি টি-টোয়েন্টি সিরিজ জয়ের কীর্তি আছে পাকিস্তানের। তাছাড়া তার নেতৃত্বে ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফিতে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারিয়ে শিরোপা ঘরে তুলে পাকিস্তান।
উল্লেখ্য, আগামী ১৮ জুলাই শুরু হতে যাচ্ছে ডাব্লুসিএল এর দ্বিতীয় আসর। এতে অংশ নেবে ছয়টি দেশের কিংবদন্তি ক্রিকেটার। দলগুলো হলো- ভারত, পাকিস্তান, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৭০১,রোড নং-১১, বাইতুল আমান হাউজিং,আদাবর, ঢাকা-১২০৭
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৮২২-৯৯০৮৮৮, ০১৬৩৩-৬০৭২৫৫
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি