প্রিন্ট এর তারিখঃ Oct 28, 2025 ইং || প্রকাশের তারিখঃ Mar 3, 2025 ইং
বাংলাদেশে বিনিয়োগের পরিকল্পনা তুরস্কের শীর্ষ ব্যবসায়ী গোষ্ঠীর

বাংলার প্রতিচ্ছবি : বিশ্বের বিভিন্ন দেশের কারখানায় সরবরাহের জন্য বাংলাদেশে কাঁচামাল উৎপাদন কারখানা স্থাপনের পরিকল্পনা করছে তুরস্কের শীর্ষস্থানীয় ব্যবসায়ী গোষ্ঠী কোচ হোল্ডিংস।
বৃহস্পতিবার ৬০ বিলিয়ন ডলারের তুর্কি কোম্পানিটির টেকসই ইউনিটের প্রেসিডেন্ট ফাতিহ কেমাল এবিচলিওগ্লু ঢাকায় রাষ্ট্র অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের সময় এ পরিকল্পনার ঘোষণা দেন।
ফাতিহ বলেন, তার কোম্পানি কয়েক বছর আগে সিঙ্গার বাংলাদেশ লিমিটেড অধিগ্রহণের পর নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি গৃহস্থালি সরঞ্জাম তৈরির কারখানা স্থাপন করেছে। বর্তমানে তারা তাদের বিনিয়োগের দ্বিতীয় ধাপে রয়েছে এবং বাংলাদেশে বড় সম্ভাবনা রয়েছে।
অধ্যাপক ইউনূস বাংলাদেশে তুরস্কের আরও বেশি উৎপাদন খাতে বিনিয়োগকে স্বাগত জানিয়ে বলেন, দেশটি এখন ব্যবসার জন্য প্রস্তুত। তিনি বলেন, আপনারা বাংলাদেশে কারখানা স্থাপন করুন এবং পণ্য তুরস্ক, ইউরোপ ও বিশ্বের অন্যান্য দেশে রপ্তানি করুন।
বৈঠকে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন উপস্থিত ছিলেন।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৭০১,রোড নং-১১, বাইতুল আমান হাউজিং,আদাবর, ঢাকা-১২০৭
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৮২২-৯৯০৮৮৮, ০১৬৩৩-৬০৭২৫৫
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি