প্রিন্ট এর তারিখঃ Jan 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 3, 2025 ইং
বাংলাদেশে বিনিয়োগ করতে চান ট্রাম্পের ব্যবসায়িক অংশীদার জেন্ট্রি

বাংলার প্রতিচ্ছবি : বাংলাদেশে বড় ধরনের বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন শীর্ষ মার্কিন ব্যবসায়ী এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যবসায়িক অংশীদার জেন্ট্রি বিচ।
বৃস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে এ আগ্রহের কথা জানান তিনি।
জেন্ট্রি বিচ হাইগ্রাউন্ড হোল্ডিংসের সিইও এবং প্রতিষ্ঠাতা। তিনি বাংলাদেশের জ্বালানি, অর্থ এবং অন্যান্য কয়েকটি খাতে আরও বিনিয়োগ করতে চান।
তিনি বলেন, তার কোম্পানি রিয়েল এস্টেটে বিনিয়োগ করতে আগ্রহী, বিশেষ করে কম খরচে সামাজিক আবাসন, মহাকাশ এবং প্রতিরক্ষা খাতে।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী ও এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৭০১,রোড নং-১১, বাইতুল আমান হাউজিং,আদাবর, ঢাকা-১২০৭
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৮২২-৯৯০৮৮৮, ০১৬৩৩-৬০৭২৫৫
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি