বাংলার প্রতিচ্ছবি : লিগ টু-র দল অ্যাক্রিংটন স্ট্যানলি। ইংলিশ ফুটবলের চতুর্থ স্তরে খেলা এই ক্লাব প্রত্যাশিতভাবে লিভারপুলের কাছে হেরে গেছে। তারপরও তারা গর্ব করতেই পারে। ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষ দলকে যে চারটির বেশি গোল করতে দেয়নি! অ্যানফিল্ডে এফএ কাপের তৃতীয় রাউন্ডে কোনও অঘটন ঘটেনি।
শুরু থেকে আধিপত্য বিস্তার করে খেলে জয় পেয়েছে লিভারপুল। আর্নে স্লটের দল ৪-০ গোলে হারিয়েছে অ্যাক্রিংটনকে। উইলিয়াম ক্রেলিন দারুণ সব সেভে ব্যবধান বড় হতে দেননি। অ্যাক্রিংটন কিপার ছয়টি সেভ করেন।
ম্যাচ ঘড়ির কাঁটা আধঘণ্টা ছোঁয়ার ঠিক আগে ডিওগো জোতা গোলমুখ খোলেন। বক্সের ভেতরে ডানপাশ থেকে ডারউইন নুনেজের পাস ধরে নিচু শটে জাল কাঁপান পর্তুগিজ তারকা। বিরতির ঠিক আগে ট্রেন্ট আলেক্সান্ডার আর্নল্ড ঠাণ্ডা মাথায় বক্সের বাইরে ডান দিক থেকে বল ভাসান। গোলকিপার নিজেকে বলের দিকে ভাসালেও নাগাল পাননি।
বিরতির পর ফেডেরিকো চিয়েসারই গোল করার কথা ছিল। কিন্তু ক্রেলিন তাকে ফিরিয়ে দেন। তবুও রক্ষা হয়নি। বল পড়ে জেইডেন ড্যান্সের সামনে। গোল করতে বেগ পেতে হয়নি তাকে।
চিয়েসা অবশ্য গোল পেয়েছেন। খেলার শেষ দিকে বক্সের বাইরে থেকে নেওয়ার তার নিচু ড্রাইভ ঠিকানা খুঁজে পায়।