ঢাকা | ২৬ অক্টোবর ২০২৫ ইং | বঙ্গাব্দ

দুর্গাপূজায় ৬ দিন বন্ধ থাকবে হিলি স্থলবন্দরের আমদানি-রফতানি

প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ২৮, ২০২৫ ইং

ছবির ক্যাপশন:
ad728
প্রতিদিনের বাংলার প্রতিচ্ছবি : প্রতিদিনের বাংলার প্রতিচ্ছবি : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে টানা ছয় দিন সব ধরনের আমদানি–রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

বাংলাহিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম শাহীন জানান, ভারত হিলি এক্সপোর্ট অ্যান্ড সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে রোববার (২৮ সেপ্টেম্বর) থেকে টানা ছয় দিন সব ধরনের আমদানি–রফতানি বন্ধ থাকবে।

তবে আগামী ৪ অক্টোবর থেকে আবার যথারীতি এ বন্দর দিয়ে আমদানি–রফতানি কার্যক্রম শুরু হবে।
 
এদিকে হিলি পানামা পোর্ট কর্তৃপক্ষ জানায়, বন্দর অভ্যন্তরে যে সব পণ্যবাহী ট্রাক আটকা রয়েছে, শুধু সেসব ট্রাকের লোড–আনলোড চলবে।
 
হিলি ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানায়, আমদানি–রফতানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।
কমেন্ট বক্স